ডিএসএলআর কাজ করবে ওয়েবক্যাম হিসেবেও

| শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ১০:৪২ পূর্বাহ্ণ

এখন থেকে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরাকে উচ্চ মানের ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন নিকন ব্যবহারকারীরা। সম্প্রতি এ সম্পর্কিত একটি সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে জাপানি ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটি।
হিসেবে নিকন খানিকটা দেরিতেই এ ফিচার নিয়ে এলো। অন্যান্য প্রধান প্রধান ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান গত মাসেই এ ফিচার দিয়েছে নিজ নিজ ভোক্তাদের। করোনাভাইরাস বাস্তবতায় গোটা বিশ্বে অনেককেই বাসায় সময় কাটাতে হচ্ছে। ভিডিও কল হয়ে উঠেছে অন্যতম গুরুত্বপূর্ণ দৈনন্দিন কাজের অংশ। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, নিকনের ওয়েবক্যাম ইউটিলিটি সফটওয়্যার উইন্ডোজ ১০ এবং ম্যাকওএস প্ল্যাটফর্মের জন্য বেটা সংস্করণ হিসেবে এসেছে।
নিকন জানিয়েছে, ভিডিও কলের পাশাপাশি লাইভস্ট্রিমিংয়ের জন্যও মিররলেস বা ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে পারবেন ভোক্তারা।
নিকনের সফটওয়্যারটি জেড ৭ওও, জেড ৭, জেড ৬, জেড ৬ওও, জেড ৫, জেড ৫০, ডি৬, ডি৫, ডি৮৫০, ডি৮১০, ডি৭৮০, ডি৭৫০, ডি৫০০, ডি৭৫০০, ডি৭২০০, ডি৫৬০০, ডি৫৫০০, ডি৫৩০০ এবং ডি৩৫০০ মডেলের ক্যামেরাগুলো সমর্থন করবে। সামনে যে মডেলগুলো আসবে, সেটির সঙ্গেও ইউটিলিটি সফটওয়্যারটি কাজ করবে বলে আগাম জানিয়ে রেখেছে নিকন।

পূর্ববর্তী নিবন্ধআমির খানের সেই রেডিওর দাম দেড় কোটি টাকা
পরবর্তী নিবন্ধনতুন ‘গায়েবি বার্তা’র ফিচার আনছে ফেইসবুক