ডিএপি সার কারখানায় ৬ দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ আগস্ট, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

আনোয়ারায় অবস্থিত ডিএপি সার কারখানা (ড্যাপ) শ্রমিক কর্মচারীরা ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত কারখানা গেটে ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কারখানার শতাধিক শ্রমিক কর্মচারী উপস্থিত ছিলেন।
ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সভাপতি ফরিদ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু জাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন নাসির খান, আনোয়ার সাদাত, জাহেদুল আলম, মানিক কুমার, মো.জাকারিয়া, শাহ জালাল প্রমুখ।
মানববন্ধনে সিবিএ সভাপতি ফরিদ আহম্মদ তাঁর বক্তব্যে বলেন, উৎপাদন বোনাস সংক্রান্ত হাই কোর্টের রিট পিটিশন নং ৬৩০২/২০২১ এর আদেশ নিষ্পত্তি না করা, অডিট আপত্তির নামে টাকা কর্তন বন্ধ, দীর্ঘদিন যাবত পদোন্নতি না দেয়া, শ্রমিক-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান না করা, ২০২১-২০২২ অর্থ বছরের উৎপাদন বোনাস প্রদান না করা ও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী নিয়োগ না দেওয়া -এ ৬ দফা দাবিতে আজকের কর্মসূচি করা হয়েছে। অচিরেই কারখানা কর্তৃপক্ষ যদি আমাদের সাথে বৈঠক করে শ্রমিক-কর্মচারীদের দাবি সমূহ মেনে না নেন; তবে ৩০ তারিখের পর দাবি আদায়ে কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হবে। তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি কারখানায় নিয়োগ বাণিজ্য চলছে। এই নিয়োগ বাণিজ্য যেকোনো মূল্যে শ্রমিক-কর্মচারীরা প্রতিহত করবে।
শিল্প পুলিশের সহকারি পরিদর্শক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ডিএপি সার কারখানার সামনে শ্রমিক-কর্মচারীদের ব্যানারে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সাথে আমরা কথা বলেছি।
এ ব্যাপারে ডিএপি সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো.আলমগীর জলিল বলেন, কারখানার নিয়ম অনুযায়ী শ্রমিকদের যে কোনো বিষয়ে যদি দাবি-দাওয়া থাকে তাহলে কর্তৃপক্ষকে তা লিখিতভাবে জানাতে হয়। কিন্তু শ্রমিক-কর্মচারীরা কারখানা কর্তৃপক্ষকে না জানিয়ে হঠাৎ করে কেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তা আমাদের বোধগম্য নয়। তারপরও আমরা তাদের ৬ টি দাবি-দাওয়ার বিষয়ে অবগত হয়েছি। তিনি আরো বলেন, ডিএপি সার কারখানায় সরকারি বিধি অনুযায়ী জনবল নিয়োগ হয়। এখানে জনবল নিয়োগে কোনো ধরণের আর্থিক বাণিজ্য করার সুযোগ নেই। শ্রমিকদের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধইয়াজিদী বাহিনী এখনো মুসলমানদের ঈমান হরণের চেষ্টায় লিপ্ত
পরবর্তী নিবন্ধন্যায় ও সত্যের পথ কেউ বদলাতে পারে না