ডিএনএ পরীক্ষার আবেদনে ফের পেছাল রায়

শিশু আরাফ হত্যা

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ৮:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিয়াখান নগরে বাড়ির মালিককে ফাঁসাতে পানির ট্যাংকে ফেলে দুই বছরের শিশু আবদুর রহমান আরাফকে হত্যার মামলার রায় আবার পিছিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রায় ঘোষণার কথা থাকলেও আসামিপক্ষের এক আবেদনে তা আর হয়নি। খবর বিডিনিউজের।

বিচারক মো. জসিম উদ্দিন রায়ের বিষয়ে পরবর্তী শুনানির জন্য ১৮ মে দিন রেখেছেন বলে জানিয়েছেন এ আদালতের পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য।

তিনি বলেন, মামলার তিন আসামির একজন মো. হাসানের পক্ষে করা আবেদনে দাবি করা হয়, শিশু আরাফ মামলার বাদী আবদুল কাইয়ুম ও গৃহিনী ফারহানা ইসলামের ‘সন্তান নয়’। এই যুক্তিতে ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়।

আরাফের বাবা আবদুল কাইয়ুম বলেন, মামলার রায় ‘বিলম্বিত করতে’ এ আবেদন করা হয়েছে। আমার ছেলে নাকি আমার না! পুরো মামলার শুরু থেকে সব ধাপ পার হয়ে এখন রায় ঘোষণার সময় এটা কেমন আবেদন আমি বুঝি না। আইনের বিষয়ে আমার তেমন ধারণা নেই। হয়ত রায় ঘোষণা বিলম্বিত করতে তারা এ আবেদন করেছে। কাইয়ুম বলেন, আমার একটাই দাবি, আমরা যেন সন্তান হত্যার যথাযথ বিচার পাই।

পূর্ববর্তী নিবন্ধঈদের ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্কবার্তা
পরবর্তী নিবন্ধহাইকমিশনার সাইদা মুনা তাসনিম ডিপ্লোম্যাট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন