ডিউটি শেষে প্রতিদিনের মতো আর বাসায় ফেরা হল না ট্রাফিক সার্জেন্ট মুজাহিদ চৌধুরীর। গতকাল রাত পৌনে ১১টায় বন্দর টোল রোডে ডিউটি শেষ করে নিজের মোটর সাইকেলে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি প্রাইভেট কার জোরে ধাক্কা দিলে রাস্তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ট্রাফিক সার্জেন্ট মুজাহিদ চৌধুরী। পুলিশ কারটি আটক করেছে। গতকাল সোমবার রাতে ফৌজদারহাট–বন্দর টোল রোডের ওয়াই জংশনে এ ঘটনা ঘটে। নিহত সার্জেন্ট মুজাহিদ চৌধুরী (৩০) চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক বন্দর বিভাগে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
নগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক–বন্দর) মো. মোস্তাফিজুর রহমান জানান, রাত ১১টার দিকে দায়িত্ব শেষ করে টোল রোড দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন মুজাহিদ। এ সময় পেছন থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালকসহ প্রাইভেট কারটি আটক করা হয়েছে বলে জানান উপকমিশনার মোস্তাফিজুর।