গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও তিন পুলিশ সুপারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত শুক্রবার রাতে সারা দেশে পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। খবর বাংলানিউজের।
পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টার পর নীলফামারীর ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামানকে রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করে। পরে দুপুরে তাকে ঢাকায় ডিবি কার্যালয়ে নেওয়া হয়। রাজশাহীর সারদা পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামকেও আটক করে ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাতকেও রংপুর মেট্রোপলিটন পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।