ডা. হাসান শাহরিয়ারকে জাতীয় পুষ্টি পরিষদের ডিজি পদে পদায়ন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ১০:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীরকে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক (ডিজি) পদে পদায়ন করা হয়েছে। গতকাল রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে স্বাস্থ্য বিভাগের আরো ১১ কর্মকর্তাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও পদে বদলি/পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ জারি এবং অবিলম্বে তা কার্যকর হবে মর্মে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ ডা. হাসান শাহরিয়ার কবীর চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পদে যোগ দেন। এর আগে তিনি সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীর প্রতি ওয়ার্ডে দুই কেন্দ্রে গণবুস্টার ডোজ দেয়া হবে
পরবর্তী নিবন্ধশিক্ষাখাতে বর্তমান সরকারের উন্নয়ন দৃশ্যমান