ডা. হাসান শাহরিয়ার কবীরের পিতার ইন্তেকাল

| বৃহস্পতিবার , ২০ মার্চ, ২০২৫ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন মির্জারপুল ইক্যুইটি ভিলেজ নিবাসী বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের সাবেক মহাপরিচালক ও সাবেক চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীরের পিতা অবসরপ্রাপ্ত চট্টগ্রাম বন্দর কর্মকর্তা মুহাম্মদ হুমায়ুন কবীর (১০০) গত ১৭ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর গোলপাহাড়স্থ বেসরকারি একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গত ১৮ মার্চ বাদ আছর কাতালগঞ্জ জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হয়।

শোক প্রকাশ : ডা. হাসান শাহরিয়ার কবীরের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, সাবেক সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, বিআইটিআইডি’র উপপরিচালক ডা. ইফতেখার আহম্মেদ, চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবদুল মন্নান, চমেক হাসপাতালের উপপরিচালক ডা. মো. ইলিয়াস চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের চিকিৎসক ও কর্মকর্তাকর্মচারী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএসএসসির গণিত পরীক্ষা একদিন পেছাল
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অর্ধ ডজন হত্যা মামলার আসামি ১০ বছর পর ধরা