ডা. হরিপদ শীলের পরলোকগমন

| রবিবার , ১৮ জানুয়ারি, ২০২৬ at ৭:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া এলাকার উত্তর পোমরা শীল পাড়া নিবাসী বিশিষ্ট চিকিৎসক ডা. হরিপদ শীল (৮৬) গত শনিবার দুপুর দেড়টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ১ মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতিনাতনী, অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির শ্মশানে প্রয়াতের সৎকার সম্পন্ন করা হয়। ডা. হরিপদ শীল রাঙ্গুনিয়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার শীলের পিতা ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সিনিয়র সদস্য সাংবাদিক প্রদীপ কুমার শীল ও সিনিয়র সদস্য সাংবাদিক রনজিত কুমার শীলের বেয়াই। প্রয়াতের বড় ছেলে সুশীল কুমার শীল চাকরীজীবী, সমীর কুমার শীল ও ছোট ছেলে মিটন শীল প্রবাসী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেকে প্রাক্তন ছাত্র সমিতির মিলনমেলা
পরবর্তী নিবন্ধঅধ্যাপক ড.শাহারিয়ার তালুকদার