বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোস্তফা কামাল স্মরণে নাগরিক শোকসভা আজ শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রয়াত ডা. সৈয়দ মোস্তফা কামাল বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক এবং ইউএসটিসির হৃদরোগ বিভাগের অধ্যাপক ছিলেন। গত ১২ জুলাই ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রামের কৃতী এই চিকিৎসক। শোকসভায় সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নাগরিক শোকসভা কমিটির সভাপতি আবু সুফিয়ান (সাবেক সভাপতি চট্টগ্রাম প্রেসক্লাব) ও সদস্য সচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। প্রেস বিজ্ঞপ্তি।