ডা. সেলিম আকতার ৬ষ্ঠ বার প্রেসিডেন্ট নির্বাচিত

চিটাগাং সিনিয়রস ক্লাব

| শুক্রবার , ৩০ ডিসেম্বর, ২০২২ at ৪:১৫ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের ৯৫তম বার্ষিক সাধারণ সভা ও ২০২২২০২৩ মেয়াদের জন্য ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডা. সেলিম আকতার চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে ৬ষ্ঠ বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ আব্বাস ১ম বারের মত ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং ম্যানেজিং কমিটির ৫ (পাঁচ) জন সদস্য পদে যথাক্রমেমো. জাহিদুল ইসলাম (মিরাজ), এম. এয়াকুব আলী, ডা. মোহাম্মদ ইমাম হোসাইন (রানা), সৌরেন দত্ত এবং ওয়ালিউল আবেদীন শাকিল নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট এম এ মালেক, ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ডা. সরফরাজ খান চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, সুলতানুল আবেদীন চৌধুরী, মির্জা মোহাম্মদ আকবর, এডভোকেট মনোতোষ বড়ুয়া, এম আর দে, প্রফেসর ডা. মো. রেজাউল করিম প্রমুখ। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন কাজী মাহ্‌মুদ ইমাম (বিলু), কনভেনার সিরাজুল হক আনসারী, ডেপুটি কনভেনার এনামুল হক ইকবাল, ডেপুটি কনভেনার এবং ইলেকশন সাব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে অবৈধ দখলে থাকা শত কোটি টাকার ভূমি উদ্ধার
পরবর্তী নিবন্ধস্বর্ণের দামে রেকর্ড ভরি ৮৮ হাজার ৪১৩ টাকা