চিটাগাং সিনিয়রস ক্লাব লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় ২০২১-২০২২ মেয়াদের ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে ডা. সেলিম আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এছাড়া মোহাম্মদ আলা উদ্দিন দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ম্যানেজিং কমিটির সদস্য পদে নির্বাচিত ৫ জন হলেন যথাক্রমে- মোঃ জাহেদুল ইসলাম (মিরাজ), ওয়ালিউল আবেদীন সাকিল, মাশফিক-উল-হাসান, এম. ইয়াকুব আলী এবং ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)। নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার কাজী মাহ্মুদ ইমাম, ডেপুটি কমিশনারদ্বয় এনামুল হক ইকবাল ও সিরাজুল হক আনসারী সহ ইলেকশন সাব কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।