ডা. সামিনাকে বহনকারী রিকশা চালক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪২ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত ডা. সামিনা আকতারকে বহনকারী রিকশা চালক মো. হৃদয়কে (১৯) গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরীর রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। সে কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার ভূঁইয়া বাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে। বর্তমানে বাকলিয়া মিয়া সওদাগরের পোলের গোড়ায় মফিজ মেম্বারের বাড়িতে থাকে।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন এ প্রসঙ্গে আজাদীকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমাদের মনে হয়েছে, রিকশা চালক হৃদয়ের ভুলেই মারাত্মক এ দুর্ঘটনাটি ঘটেছে। এর সাথে সিএনজি টেক্সির বেপরোয়া গতিতো রয়েছেই। সিএনজি টেক্সি চালক সিদ্দিক আহমেদকে আমরা ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছি। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকশা চালক হৃদয় বলেছে, সে সিএনজি টেক্সিটি যে দ্রুত গতিতে আসছে তা লক্ষ্য করেনি।

পূর্ববর্তী নিবন্ধটিসিবি ডিলারদের বিরুদ্ধে যত অভিযোগ
পরবর্তী নিবন্ধআর জ্ঞান ফিরল না ডা. সামিনার