ডা. সামিনাকে বহনকারী রিকশা চালক গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৫৪ অপরাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত ডা. সামিনা আক্তারকে বহনকারী রিকশা চালক মো. হৃদয়কে (১৯) আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরীর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

সে কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার ভূঁইয়া বাড়ির মো. নাছির উদ্দিনের ছেলে। বর্তমানে বাকলিয়া মিয়া সওদাগরের পোলের গোড়ায় মফিজ মেম্বারের বাড়িতে থাকে।

কোতোয়ালী থানার ওসি মো. নেজামউদ্দীন এ প্রসঙ্গে আজাদীকে বলেন, সিসিটিভি ফুটেজ দেখে আমাদের মনে হয়েছে, রিকশাচালক হৃদয়ের ভুলেই মারাত্মক এ দুর্ঘটনাটি ঘটেছে। এর সাথে সিএনজি টেক্সির বেপরোয়া গতিতো রয়েছেই।

সিএনজি টেক্সি চালক সিদ্দিক আহমেদকে আমরা ঘটনার দিন রাতেই গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছি।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিকশাচালক হৃদয় বলেছে, সে সিএনজি টেক্সিটি যে দ্রুত গতিতে আসছে তা লক্ষ্য করেনি।

পূর্ববর্তী নিবন্ধইলিশে সয়লাব টেকনাফ উপকূল
পরবর্তী নিবন্ধচার বছর পালিয়ে পুলিশের হাতে ধরা