ডা. সাবিরা হত্যাকারীদের শাস্তি দাবি

ইউএসটিসিতে মানববন্ধন

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৪০ পূর্বাহ্ণ

ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টি ৫ম ব্যাচের সাবেক শিক্ষার্থী ডা. সাবিরা রহমান
লিপি’র নির্মম হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন নগরীর ইউএসটিসি ক্যামপাসে অনুষ্ঠিত হয়। ইউএসটিসি মেডিসিন ফ্যাকাল্টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উক্ত মানববন্ধনে অংশ নেন। বক্তারা মানববন্ধনে ডা. সাবিরা রহমান লিপি হত্যাকান্ডের যথাযথ কারণ উদঘাটন ও দোষীদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আইএএইচএস অধ্যক্ষ অধ্যাপক ডা. এ.এম.এম.এহতেশামুল হক, চট্টগ্রাম বিএমএ ট্রেজারার ডা. আরিফুল আমিন, চট্টগ্রাম মহানগর ড্যাব সভাপতি অধ্যাপক ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. আরিফ বাচ্চু, ডা. সত্যজিত রায়, ডা. জয়দেব ভৌমিক, ডা. করিম বিপ্লব, ডা. মাজেদ সুলতান, ডা. নূর উদ্দিন জাহেদ, ডা. রাসেল ফরিদ চৌধুরী, ডা. রুম্মান, ডা. সামিনা আক্তার, ডা. কুমার বিশ্বজিৎ বিশু, ডা. নাজিম রাফিদ, ডা. মাশরাফি, ডা. মোস্তফা সাদমান, ডা. মোস্তফা আশিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মহানগর স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময়
পরবর্তী নিবন্ধ১৭ জুন থেকে কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার দাবি