বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় বোর্ড সদস্য ও চট্টগ্রামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত রোগমুক্তির জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার সেক্রেটারি মো. আসলাম খান এবং জেমিসন রেড ক্রিসেন্ট হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।