আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ–কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন ডা. শেখ শফিউল আজম। গতকাল শনিবার আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ৭৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আ. ফ. ম. রুহুল হক ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা। এছাড়া কমিটিতে নির্বাচিত হয়েছেন ডা. প্রফেসর প্রান গোপাল দত্ত এমপি, প্রফেসর এম এ আজিজ এমপি, প্রফেসর ডা. মনসুর রহমান এমপি, ডা. সায়েদা জাকিয়া নুর লিপি এমপি, ডা. সামিউল উদ্দিন আহমেদ শিমুল এমপি, প্রফেসর এম ইকবাল আসলান, প্রফেসর কামরুল হাসান খান, ডা. এহতেসামু্ল হক চৌধুরী, প্রফেসর আবু নাসির রিজভী, ডা. এহসানুল কবির জগলুল, ডা. জামাল উদ্দীন চৌধুরী, প্রফেসর সাইফুদ্দিন আহমেদ, প্রফেসর আ ক ম মোশারক হোসেন, প্রফেসর কামরুল হাসান মিলন, ডা. সেলিম আক্তার চৌধুরী, ডা. মোতাহের হাসান চৌধুরী, ডা. আজম খান, ডা. আব্দুল মতিন, এম এ সালাম, ডা. আফতাব ইউসুফ রাজ, প্রফেসর আবু তাহের, প্রফেসর হারিসুল হক, প্রফেসর এস এম মোস্তফা জামান, প্রফেসর তৌহিদ মোহাম্মদ সাইফুল হোসেন দীপু, প্রফেসর পূরবী রাণী দেবনাথ, ডা. এহতেসামুল হক লাবু প্রমুখ।