নগরীর কোতোয়ালী থানার একটি নাশকতা মামলায় নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদত হোসেনসহ ৭০ জন নেতাকর্মীর বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল চট্টগ্রামের ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ শামসুল আরেফিন এই আদেশ দেন। এ সময় ডা. শাহাদাত হোসেনসহ ৫৩ জন নেতাকর্মী কাঠগড়ায় হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শাহেদুল আজম শাকিল আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। আদালতসূত্র জানায়, ২০১৩ সালের ২৮ মে নগরীর কাজির দেওড়ির নাসিমন ভবনের সামনে রাস্তার উপর বিএনপির নেতাকর্মীরা নাশকতা চালায়। এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী থানার এসআই কামরুজ্জামান মামলাটি দায়ের করেন। এতে ডা. শাহাদাতসহ ১২ জনের নাম উল্লেখ করা হয়। দেড়শ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরবর্তীতে তদন্ত শেষ করে পুলিশ ২০১৫ সালের ১১১ এপ্রিল আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচারক চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন।