ডা. শফিকুর রহমান পুনরায় জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত

| সোমবার , ৩ নভেম্বর, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

আগামী ২০২৬২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গত শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন। খবর বাসসের।

চলতি বছরের ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে রুকনদের (জামায়াতের সর্বোচ্চ ধাপের সদস্য) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। ভোট গ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন। শনিবার রাতেই আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনার সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬২০২৮ কার্যকালের জন্য সর্বোচ্চসংখ্যক ভোট পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির পুনরায় নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান।

উল্লেখ্য, জামায়াতের গঠনতন্ত্রের ১৫ () ধারা অনুযায়ী একজন ব্যক্তি তিন বছরের জন্য এ পদে রুকনদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। কেন্দ্রীয় সংগঠন আমির নির্বাচনের জন্য তিনজনের একটি প্যানেল নির্বাচন করেন। কিন্তু আমির নির্বাচনে সারাদেশের রুকনরা যেকোনো রুকনকে ভোট দিতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধএক বছরে কী করলেন, কতটুকু করলেন মেয়র শাহাদাত
পরবর্তী নিবন্ধপ্রাইজবন্ডের ১২১তম ড্র, প্রথম পুরস্কার জিতল ০১০৮৩৩১