ডা. ললিত কুমার দত্ত ছিলেন আলোকিত মানুষ

স্মরণসভায় খোরশেদ আলম সুজন

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক আলহাজ খোরশেদ আলম সুজন বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানুষের সেবায় বাতিঘর ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. ললিত কুমার দত্ত। বহু গুনে গুণান্বিত ছিলেন তিনি। তিনি ছিলেন একজন আলোকিত মানুষ।চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. ললিত কুমার দত্ত স্মরণ সভা নাগরিক কমিটি এ সভার আয়োজন করে। খোরশেদ আলম সুজন আরো বলেন, নীতি আদর্শের প্রশ্নে ডা. ললিত কুমার ছিলেন আপোষহীন। একজন নির্লোভ মানবিক ও সমাজকর্মী হিসেবেও তিনি ছিলেন সুপরিচিত। তিনি ডা. ললিত কুমার দত্তের নামে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি সড়কের নামকরণের দাবি জানান। ডা. ললিত কুমার দত্ত স্মরণ সভা নাগরিক কমিটির আহবায়ক মো. মসিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সরওয়ার আলম চৌধুরী মনির সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, যুব ও ক্রীড়া সম্পাদক আলহাজ দিদারুল আলম চৌধুরী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, ডা. ললিত কুমার দত্তের সন্তান মৌসুমি দত্ত, সৌমেন দত্ত রনি, সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিন, পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুল হক পেয়ারু, আলকরন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তপন, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, পুলক খাস্তগীর, আবদুস সালাম মাসুম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ৪০ লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাঁন্দগাও পঞ্চায়েত মহল্লা কমিটির আইনশৃঙ্খলা বিষয়ক সভা