ডা. রানা ও ডা. হাবিবের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৮:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. ওয়াসিম সাজ্জাদ রানা ও চমেক ছাত্রলীগের সভাপতি ইন্টার্ন ডাক্তার হাবিবুর রহমানের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ। গতকাল বুধবার মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এই দাবি জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, করোনা মহামারীর এমন দুর্যোগ মুহুর্তে মানব সেবায় নিবেদিত ডাক্তারদের উপর এই ন্যাক্কারজনক হামলাকারীদের প্রতি তীব্র ঘৃণা ও নিন্দা জানাই। এই ঘটনার সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রলীগ নেতা সুজনসহ হামলাকারীদের গ্রেপ্তার দাবি বিএমএর
পরবর্তী নিবন্ধফায়ার প্রতিবেদন নিয়ে ধূম্রজাল