ডা. মো. ইব্রাহিম ডায়বেটিক চিকিৎসার প্রসারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন

চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির স্মরণ সভায় বিভাগীয় কমিশনার

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা, জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে খুলশীস্থ হাসপাতালে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সেবা দিবস উদযাপন ও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, দোয়া ও মিলাদ মাহফিল সমিতির সহ- সভাপতি আলহাজ্ব এস.এম শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্যে সমিতির সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী বলেন, মানবতার জন্য কাজ করাই হচ্ছে জগতের শ্রেষ্ঠতম ইবাদত। ডা. মোহাম্মদ ইব্রাহিম ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে গেছেন বলেই আজ বাংলাদেশের লক্ষ লক্ষ ডায়াবেটিক রোগী চিকিৎসা সেবা পাচ্ছেন। জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিম একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের রোগী সেবার ভূয়সী প্রশংসা করে বলেন,এই হাসপাতালের সেবার মান অতুলনীয়। ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, ডা. মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশে ডায়াবেটিক চিকিৎসার প্রসারে যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তা বিরল। তিনি চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালের কিডনী বিভাগের জন্য ডায়ালাইসিস মেশিন ক্রয় বাবদ ২০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা প্রদান করেন। এতে বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাদা মো. এনায়েত উল্লাহ খান, আলহাজ্ব এস.এম শওকত হোসেন, মো. শাহনেওয়াজ, এস.এম জাফর, মো. রাকিবুল ইসলাম, লায়ন মো. সানাউল্লাহ, এডভোকেট চন্দন কুমার তালুকদার, সৈয়দ মো. মোরশেদ হোসেন, মো. হাসান মুরাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভ্যাট নিবন্ধন ও অনলাইন রিটার্ন দাখিল বিষয়ে মতবিনিময়
পরবর্তী নিবন্ধবাহারছড়া ইউপি চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা