দোহাজারী জামিজুরী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ইউএসটিসির সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোস্তফা কামালের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান।
দোহাজারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নাসির উদ্দিন বাবলুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথিা বক্তব্য রাখেন ডা. এসএম তাজওয়ার তাহির, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, এম ফয়েজ আহমেদ টিপু।
এসএম মুছার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাইফুর রহমান, মো. ওসমান গনি, কামরুল হাসান মিন্টু, মো. ফারুক, মমতাজ উদ্দিন, রহিম উল্লাহ, আবু জাফর প্রমুখ। পরে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের শিক্ষক এসএম মহসিন। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, ডা. এসএম মোস্তফা কামাল মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসার মাধ্যমে মানুষের সেবা করে গেছেন।
তার স্বপ্ন ছিলো হৃদরোগে আক্রান্তদের জন্য চট্টগ্রামে একটি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠা করা। তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান।












