ডা. মুমিনুল হক চৌধুরীর ইন্তেকাল

| শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৬:১০ পূর্বাহ্ণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরীর পিতা ডা. মুমিনুল হক চৌধুরী (৮৭) গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে …রাজেউন)।

তিনি জাতীয় জাদুঘরের মহাপরিচালক মুনির চৌধুরীসহ ২ পুত্র, ৪ কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল নগরীর আগ্রাবাদে সকাল ৯টায় ও জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে ১০টায় দুদফা জানাজা শেষে বাদ জোহর রাউজানের এয়াছিন নগর গ্রামে তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী, রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার, পৌরমেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, এসএম বাবর, মাহবুবুল আলম, জিয়াউল হক চৌধুরী সুমন, এয়াছিনশাহ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ ফারুক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশামসুন নাহার
পরবর্তী নিবন্ধসাভারে শিক্ষক হত্যার প্রতিবাদে চবি শিক্ষক সমিতির মানববন্ধন