চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডা. মুনাল মাহবুব দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২১-২০২২ এবং ২০২২-২০২৩ সালের জন্য চেম্বার গ্রুপ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, ডা. মুনাল মাহবুব আনোয়ারা ট্রেডিংয়ের স্বত্বাধিকারী, সার্জিস্কোপ হাসপাতাল চট্টগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা, মাটি টা’র চেয়ারম্যান। ডা. মুনাল মাহাবুবের জন্ম রাউজানে। তিনি ইউএসটিসি থেকে মেডিসিন অ্যান্ড সায়েন্সের উপর স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি সফল ও পরিচিত তরুণ নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী। তাঁর নেতৃত্বে সার্জিস্কোপ হাসপাতাল স্বাস্থ্য সেবায় বিশেষ ভূমিকা রেখে চলেছে। আনোয়ারা ফাউন্ডেশন হাসপাতাল বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের অন্যতম প্রতিষ্ঠান। তিনি চিটাগাং উইম্যান চেম্বারের নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। ঐ পদে তিনি এখনো কনিষ্ঠ। ২০১৯ সালে তার স্বামীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন মাটি’টা। এছাড়াও তিনি অনেক শিক্ষামূলক ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত।








