বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের প্রকোপ তখন চরম আকার ধারণ করে। সবাই তখন ঘরমুখো। ঠিক তখনই চার মাস বয়সী শিশু সন্তানকে ঘরে রেখে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিজের মাতৃত্বকালীন ছুটি বাতিল করে কাজে যোগ দেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের চিকিৎসক ডা. মাহমুদা সুলতানা আফরোজা। সেই ডা. মাহমুদা সুলতানা আফরোজাকে সম্মাননা পুরষ্কার দিল রোটারি ক্লাব অব ইন্টারন্যাশনাল। করোনা মহামারীর কঠিন সময়ে করোনা ওয়ার্ডে দায়িত্ব পালনে স্বীকৃতিস্বরূপ গত ২৬ জুন রাতে নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত রোটারি ক্লাব ইন্টারন্যাশনালের দু’দিন ব্যাপী কনভেনশনের ২য় দিন বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর প্রফেসর ড. তৈয়ব চৌধুরী ও দিলনাশিন মহসিন, ডিজিএন ইঞ্জিনিয়ার মতিয়ুর রহমান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আহমেদ রেজাউল করিম জুবায়ের, রোটারি ক্লাব অব চিটাগাং সাগরিকার প্রেসিডেন্ট রাশেদুল আমিন প্রমুখ।
বক্তব্যে রোটারী জেলা গভর্নর বলেন, করোনার চরম প্রকোপের সময় ডা. মাহমুদা সুলতানা আফরোজা চার মাস বয়সী দুগ্ধজাত শিশু রেখে করোনা ওয়ার্ডে চিকিৎসার দায়িত্ব পালন করেছেন, আমরা তার এই অবদানকে সম্মান জানাই। এটি বড় একটি সাহসী সিদ্ধান্ত। নিজকে রোগীর স্বার্থে বিসর্জন করার এমন সাহসী মানসিকতা কম মানুষের থাকে।