ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৭ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহ গত ১৮ ফেব্রুয়ারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো. মোরশেদুল আমীন। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির আহবায়ক এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহঃ অধ্যাপক শিরিন আক্তার বেগম। সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের সহঃ অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অবঃ) আবুল কালাম শামসুদ্দীন, সাবেক সহঃ অধ্যাপক ইসলাম শিক্ষা বিভাগ, পিএইচ আমীন একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহনেওয়াজ। এছাড়াও কলেজের কলেজের শিক্ষক, কর্মকর্তাকর্মচারী, ছাত্রছাত্রীদের সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী এক সপ্তাহ এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে কিং স্টার দল চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধসাকিবের না থাকাটা চিন্তার কারণ মনে করেন না শান্ত