ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) তাহমিনা বেগমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. মো. আরিফুল আমীন। আরও বক্তব্য রাখেন, গভর্ণিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, উপদেষ্টা ও শিক্ষক স্বপন কুমার নাথ, আমন্ত্রিত অতিথি ওহিদুল আমীন, ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শিরীন আক্তার বেগম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক পপি সাহা। পরে বিভিন্ন ইভেন্টে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়।