ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে ডা. আফছারুল আমীনের স্মরণসভা

| মঙ্গলবার , ৩ জুন, ২০২৫ at ১১:২১ পূর্বাহ্ণ

ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আফছারুল আমীনের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া মাহফিল ও মোনাজাত গতকাল সোমবার কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে অধ্যক্ষের নেতৃত্বে মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পস্তবক অর্পণ ও জেয়ারত করা হয়। অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভার প্রধান অতিথি ছিলেন ডা. কামরুন্নেছা।

বক্তব্য দেন, ডা. মাহিদ বিন আমীন, অনুষ্ঠানের আহ্বায়ক বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিরীন আক্তার বেগম, কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম মো. শামসুদ্দিন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন ও বাংলা বিভাগের অধ্যাপক তাহমিনা বেগম। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ মোহাম্মদ শাহ মাসুদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো হজ ফ্লাইট, সৌদি পৌঁছেছেন ৮৭১৫৭ হজযাত্রী
পরবর্তী নিবন্ধবির্জাখাল খনন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে শাহজাহান চৌধুরী