ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ও এইচএসসি–২০২৫ সালের পরীক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষকদের মতবিনিময় সভা গত ২৪ মে কলেজ অডিটরিয়ামে অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শিরীন আক্তার বেগম, সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. আমির হোসেন। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা পূর্বক তা নিরসনকরে কিভাবে পড়ালেখার মান–উন্নয়ন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অধ্যক্ষ শিক্ষার্থীদের পড়ালেখার সার্বিক মান–উন্নয়নে গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সহিদুল্লা। প্রেস বিজ্ঞপ্তি।