ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান আব্দুল আলীম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি এবং জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (উপসচিব) শাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেজর (অব.) আবুল কালাম মোহাম্মদ সামসুদ্দিন। প্রধান বক্তা ছিলেন আশেকানে আউলিয়া সরকারি কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন। ইংরেজি বিভাগের প্রভাষক মো. শহীদুল্লাহর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (স.) এর পবিত্র জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ ও নাতে রাসূল (স.) এর উপর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান এবং শিক্ষার্থীদের তরাবক বিতরণ করা হয়। শেষে দরুদ, কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন প্রধান বক্তা ড. মওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি।