ডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজে অগ্নি নির্বাপণ মহড়া

| বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী রেজিমেন্টের পৃষ্ঠপোষকতায় ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স ২৫২৬ ও মহড়া ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী। ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজ, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসির ক্যাডেট, প্লাটুন কমান্ডারস, সামরিক প্রশিক্ষকসহ ডা. ফজলুলহাজেরা ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাস্টমসের সাবেক সহকারী মফিজুর ও তার স্ত্রীর ২ ফ্ল্যাট ক্রোকের আদেশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে সুষ্ঠু নির্বাচনে মোতায়েন থাকবে ২৯ প্লাটুন বিজিবি