কর্ণফুলী রেজিমেন্টের পৃষ্ঠপোষকতায় ১৪ বিএনসিসি ব্যাটালিয়নের তত্ত্বাবধানে ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটিং ম্যানেজমেন্ট কোর্স ২৫–২৬ ও মহড়া ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরী। ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজ, মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিএনসিসির ক্যাডেট, প্লাটুন কমান্ডারস, সামরিক প্রশিক্ষকসহ ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের শিক্ষকমণ্ডলী, ছাত্র–ছাত্রীরাও এতে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












