ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে গত ২২ সেপ্টেম্বর কলেজের অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন একাদশ শ্রেণির ছাত্র মো. জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য দেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল জলিল। ছাত্র–ছাত্রীদের মধ্যে নাতে রসূল (সা.) পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী যথাক্রমে সুরাইয়া জাহান সাইমা, জান্নাতুল ফেরদৌস, মরিয়ম বেগম, তৌহিদুল ইসলাম। বক্তব্য দেন, ইসলামী শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুর রশিদ ও প্রভাষক আব্দুস সালাম, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জাফর উল্যাহ চৌধুরী, ইসলামী শিক্ষা বিভাগের প্রবীণ শিক্ষক মুহাম্মদ নুরুল্লাহ এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা বেগম। সঞ্চালনায় ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আসলাম রেজা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সানজিদা আক্তার। মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুর রশিদ। প্রেস বিজ্ঞপ্তি।