ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজের জমিদাতা ও প্রতিষ্ঠাতা হাজেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্মরণসভায় পবিত্র কোরআন তেলোয়াত করেন অফিস সহায়ক মোহাম্মদ রাশেদ, কর্মচারীদের পক্ষে বক্তব্য দেন, প্রধান সহকারী শিকদার রেজাউল করিম ও হিসাবরক্ষক কৃষ্ণপদ দাশ।
শিক্ষকদের পক্ষে বক্তব্য দেন, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ সহিদুল্লা ও রসায়ন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শারমীনা আক্তার। প্রেস বিজ্ঞপ্তি।