চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাবেক প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারি প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম স্মরণে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উদ্যোগে গতকাল হাসপাতালের লেকচার গ্যালারিতে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর এম এ তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট (ডোনার) সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) সৈয়দ আজিজ নাজিম উদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, জয়েন্ট ট্রেজারার এস এম কুতুব উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর নাসির উদ্দিন মাহমুদ, মো. হারুন ইউসুফ, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, প্রফেসর ওয়াজির আহমেদ, প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, প্রফেসর অসীম কুমার বড়ুয়া, প্রফেসর জালাল উদ্দিন, প্রফেসর সিরাজুন নুর রোজী, প্রফেসর অলক বিশ্বাস, প্রফেসর রেজাউল করিম, প্রফেসর আবদুল কাইয়ুম, প্রফেসর অলক নন্দী, মোজাম্মেল হক শরিফি, সাবিনা ইয়াসমিন, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম, ডা. মোহাম্মদ ওয়াহিদুল আলম, শামসুল আলম।
সভায় বক্তারা বলেন, প্রফেসর এ এস এম ফজলুল করিম ছিলেন বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের একজন উজ্জ্বল নক্ষত্র।
বহুগুণে গুনান্বিত একজন মহান ব্যক্তিত্ব ছিলেন আমাদের সকলের প্রিয় প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম স্যার। তিনি ছিলেন একাধারে একজন মহান শিক্ষক, খ্যাতনামা সার্জন, একজন দক্ষ প্রশাসক এবং একজন আদর্শ মানবিক মানুষ। সভায় প্রফেসর (ডাঃ) এ এস এম ফজলুল করিম স্মরণে একটি “শোক বই” প্রস্তুত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












