বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. ফজলুল আমীনের ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা গতকাল সোমবার ডা. ফজলুল–হাজেরা ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মেজর মোহাম্মদ কলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক আবদুর রশিদ। স্মরণসভায় বক্তব্য দেন, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আলমগীর হোসেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান শিরীন আক্তার বেগম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তাহমিনা বেগম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আয়েশা পারভীন চৌধুরী, রসায়ন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল আলীম চৌধুরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জাফর উল্যাহ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।