চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, প্রতিকূলতার সাথে কঠোর সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন মরহুম ডা. ফজলুল আমিন। তৎকালীন অবহেলিত, অন্ধকারাচ্ছন্ন, পশ্চাদপদ সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে আলোকিত মানুষ তৈরির কাজে তিনি আত্মনিয়োগ করেছিলেন।
এলাকায় উচ্চ শিক্ষার প্রসারের জন্য তিনি কাজ করেছেন। চিকিৎসা সেবার মাধ্যমে মানুষকে রোগমুক্ত করার পাশাপাশি শিক্ষার উন্নয়নে তিনি ছিলেন এক উজ্জ্বল আলোকবর্তিকা। ডা. ফজলুল–হাজেরা ডিগ্রী কলেজে ডা. ফজলুল আমিনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার কলেজ মাঠে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার নাথের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিষ্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ শাহ আলম।
বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ডা. মো. আরিফুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মনোজ কুমার দেব। বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন, অধ্যাপক তাহমিনা বেগম, মো. জাফর, মো. নুর মিয়া,কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, আনোয়ার চৌধুরী, নেজামউদৌলা চৌধুরী, নারায়ণ বৈষ্ণব, নারায়ণ মজুমদার, ফয়সাল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক পপি সাহা ও প্রভাষক শারমিনা আক্তার। সভায় কলেজের মেধা তালিকায় স্থান পাওয়া ছাত্র–ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।