বিশিষ্ট কার্ডিওলজিস্ট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশের লেখা হৃদরোগ বিষয়ক গ্রন্থ “Cardiology Query” এর তৃতীয় সংস্করণ ভারতের দিল্লিস্থ আন্তর্জাতিক মেডিকেল গ্রন্থ প্রকাশনা সংস্থা জয়েপি ব্রাদার্স (Jaypee Brothers) কর্তৃক প্রকাশনার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সমপ্রতি এ বিষয়ে প্রকাশনা কর্তৃপক্ষের সাথে লেখকের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ২০২৫ সালে তা প্রকাশিত হয়ে সারা পৃথিবীর কার্ডিওলজি বিষয়ের শিক্ষার্থী, কার্ডিওলজিস্ট এবং অন্যান্য চিকিৎসকদের হাতে পৌঁছাবে বলে আশা করা যায়। উল্লেখ্য অধ্যাপক ডা: প্রবীর কুমার দাশ প্রণীত এই বইটির ২০১৯ সালে ১ম সংস্করণ এবং ২০২৩ সালে ২য় সংস্করণ বের হয়। তা এদেশে হৃদরোগ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলে। প্রকাশিতব্য উক্ত ৩য় সংস্করণ তা আন্তর্জাতিক পরিমন্ডলেও সাড়া ফেলতে সক্ষম হবে বলে আশা করা যায়। উল্লেখ্য হৃদরোগ বিষয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশনার উদ্যোগ এটিই প্রথম। তবে অন্যান্য বিষয়ে কিছু কিছু প্রকাশনা এক্ষেত্রে যা রয়েছে তাও যৎসামান্য। এই প্রকাশনা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। পাশাপাশি বাংলাদেশের হৃদরোগের বিভিন্ন বিশেষায়িত দিকও আন্তর্জাতিক পরিমন্ডলে প্রকাশিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।