নাক–কান–গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. নুরুল আমিন শায়িত হলেন চন্দনাইশের হাজিরপাড়াস্থ পিতা–মাতার কবরের পাশে। তিনি গত রোববার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজেউন)।
তার প্রথম জানাজা গত সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা মহাখালীতে সাহিক হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়। গতকাল ৬ মে সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামস্থ সাহিক হাসপাতাল মাঠে ২য় জানাজা, বাদে আছর তার গ্রামের বাড়ি চন্দনাইশ সদরস্থ হাজীর পাড়া জামে মসজিদ মাঠে ৩য় জানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে পিতা–মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
তার জানাজায় এলডিপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্ণেল (অব🙂 অলি আহমদ বীর বিক্রমসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, ঢাকা–চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।