ডা. নুরুন নাহার জহুরের মৃত্যুবার্ষিকী আজ

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:৪২ পূর্বাহ্ণ

সাবেক স্বাস্থ্য মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সহধর্মিণী, শহর মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ডা. নুরুন নাহার জহুরের ৩৪ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে আজ শুক্রবার মরহুমার দামপাড়াস্থ পারিবারিক কবরস্থানে কোরআন খতম ও ফাতেহা পাঠ এবং মরহুমার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচি সফল করার জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শরফুদ্দিন চৌধুরী রাজু অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসুভাষ চন্দ্র ধরের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধদক্ষিণ আগ্রাবাদ পূজা পরিষদের পুনর্মিলনী আজ