ডা. দিদারুল হক মাইজভাণ্ডারীর (র.) কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণা

স্মরণসভায় বক্তারা

| রবিবার , ৭ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৮ পূর্বাহ্ণ

সাজ্জাদানশীনে দরবারে গাউছুলআজম মাইজভাণ্ডারী শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর (.) স্মরণসভা গতকাল শনিবার চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) মাইজভাণ্ডারী ও স্বাগত বক্তব্য রাখেন ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী। আকরাম হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওলাদে গাউছুলআজম মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ হোসাইন শাহরিয়ার মাইজভাণ্ডারী, সৈয়দ ফরিদুল আবছার আমিরী, সৈয়দ নুরুল আতহার বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ শহীদুল্লাহ ফারুকী, সৈয়দ নঈমুল কুদ্দুছ হাওলাপুরী, সৈয়দ মোহাম্মদ হোসেন ফরহাদাবাদী, সৈয়দ মোহতাসিম বিল্লাহ সুলতানপুরী, সৈয়দ ফখরুল আবেদীন রায়হান ফরহাদাবাদী, সৈয়দ আবরার ইবনে সেহাব কাদেরী চিশতী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসেন সোহেল, শাহজাদা সৈয়দ প্রান্তিক হাসান, অধ্যাপক ড. জাফর উল্লাহ। বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, লায়ন্স ক্লাব বাংলাদেশের গভর্নর রফিক আহমদ, সাবেক মেয়র ও সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল পরিচালনা পর্ষদের সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন, চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সেনা কল্যাণ সংস্থার সিইও মশি উদ দুজা, বিএসআরএমএর সিইও হাসান জাফর, সিএমপির এএসপি দেবদূত মজুমদার, চবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মেজবাউল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. গোফরান উল হক, মুক্তিযুদ্ধ গবেষনা কেন্দ্র ট্রাষ্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। ওলামায়ে কেরামগণের মাঝে বক্তব্য রাখেন সৈয়দ অছিয়র রহমান কাদেরী, মাওলানা আব্দুল আলীম রিজভী, মাওলানা জয়নুল আবেদীন জুবায়ের, মাওলানা ইব্রাহীম কাদেরী, মাওলানা ছাদেকুর রহমান হাশেমী, মাওলানা নূর মোহাম্মদ কাদেরী মাওলানা মাসউদ রিজভী, মাওলানা সাইফুল ইসলাম বারী, মাওলানা ছৈয়দুল বারী প্রমুখ। অনুষ্ঠানে আলোচকগণ ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (.)-এর বহুমুখী কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। তাঁরা বলেন, “ডা. দিদারুল হক মাইজভাণ্ডারী (.) ছিলেন একাধারে মানবদরদী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সমাজসংস্কারক, যুগচিন্তক, সর্বোপরি মাইজভাণ্ডারী দর্শনের প্রকৃত, পরিশুদ্ধ স্বরূপের একনিষ্ঠ প্রচারকা তাঁর বহুমুখী কর্মময় জীবন পরবর্তী প্রজন্মের জন্য এক প্রেমময় অনুপ্রেরণার অনন্ত হিসেবে কাজ করবে। সভাশেষে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন সজীবুল আলম। উক্ত অনুষ্ঠানে ডা. দিদারুল হক মাইজভাণ্ডারীর স্মৃতিচারণমূলক লেখা সম্বলিত একটি স্মরণিকাও প্রকাশ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে ওলামা- মাশায়েখদের নেতৃত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধবনজৌর জিইসি ও বনজৌর চট্টগ্রাম বোট ক্লাবের যৌথ ওরিয়েন্টেশন অনুষ্ঠান