বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন সভাপতি ও জেলার প্রাক্তন সহ-সভাপতি ডা. তরুন তপন বড়ুয়া (৫২) কাফকোস্থ নিজ বাসায় গতকাল সকাল ১১টায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রয়াত শিক্ষক অচিন্ত্য কুমার বড়ুয়া, লেখিকা শিক্ষিকা বাসন্তীকা বড়ুয়ার পুত্র। তার মৃত্যুতে কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবী ও সাধারণ সম্পাদক অধ্যাপক অশোক সাহা, সাবেক সিভিল সার্জন ডা. কাজল কান্তি বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ পরিবার, কাফকো পরিবার, রিসসো কোসাই কাই পরিবার প্রমুখ ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।