গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। গতকাল এক শোক বার্তায় তিনি বলেন, দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকারকারী জাফরউল্লাহ চৌধুরীর দেশপ্রেমের দৃষ্টান্ত নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। মানব কল্যাণে রেখে যাওয়া তার অবদান এদেশের মানুষ চিরকাল স্মরণ রাখবে।
এদিকে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যকরী কমিটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ তাহের খান, সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়ার্ড চিলড্রেন (সাহিক)’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. নুরুল আমীন ও জাতীয় অধ্যাপক আলমগীর মো. সিরাজ উদ্দীন। গতকাল এক শোক বার্তায় তাঁরা বলেন, বহু গুণের অধিকারী এবং নিজ গুণে দেশের এবং সমাজে সৎমানুষ হিসেবে পরিচিত বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ একজন মহান সন্তানকে হারালো। এমন একজন বিরল প্রতিভার মানুষকে হারিয়ে দেশ, জাতি, সমাজ ও স্বাস্থ্যখাতে অপূরণীয় ক্ষতি হয়েছে। মহান মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলদেশের চিকিৎসা সেবায় তাঁর অবদান সমগ্র জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তাঁর মুক্তিযুদ্ধে অসামান্য অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্থায়ী হয়ে থাকবে। আল্লাহ তাঁকে বেহেশত নসিব করুন। প্রেস বিজ্ঞপ্তি।