ডা.জাকেরিয়া চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী কাল

| বৃহস্পতিবার , ২০ অক্টোবর, ২০২২ at ১১:১০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা.এ এম এম জাকেরিয়া চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী কাল শুক্রবার। এ উপলক্ষে পারিবারিকভাবে জামাল খান লেইনস্থ দোস্ত কলোনী মসজিদে কোরানখানি ও মিলাদ মাহফিল, এতিমদের মাঝে খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এছাড়া নগরীর কাজীর দেউড়ী মোড়স্থ ডা.জাকেরিয়া চৌধুরী চত্বরকে আলোকায়ন, ডা,জাকেরিয়া চৌধুরী ফাউন্ডেশন, ডা.এ এম জাকেরিয়া চৌধুরী স্মরণ পরিষদ ও রাউজানের পশ্চিম ডাবুয়ায় গাউসিয়া দাখিল মাদ্রাসা সহ অন্যান্য সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজনগণ বিদ্যুৎ পাবে, তবে ব্যবহারে সাশ্রয়ী হতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআগামীকাল ক্বণন’র রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্মরণানুষ্ঠান