ডা. গোলাম মর্তুজা হারুনের মাগফেরাত কামনায় ড্যাবের দোয়া মাহফিল

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৫৯ অপরাহ্ণ

ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, শেভরন ক্লিনিক্যাল ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এ গোলাম মর্তুজা হারুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গতকাল বাদ আছর নগরীর হযরত কাঁতালপীর শাহ জামে মসজিদে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম নেতৃবৃন্দের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক, ড্যাব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. শাহাদাত হোসেন, ডা. আবদুল মান্নান, ডা. মো. আবুল কালাম, ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডা. জসীম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ, মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, ডা. আশরাফুল কবির ভূঁইয়া, ডা. এস মুজিবুর রহমান, ডা. কাজী মাহবুব আলম, ডা. ফয়েজুর রহমান, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. ইফতেখারুল ইসলাম, ডা. এস.এম সরোয়ার আলম, ডা. মাহতাব উল ইসলাম, ডা. কাজী সরোয়ার আলম, ডা. রাজীব চৌধুরী, ডা. মেজবাহ, ডা. নুরুল করিম চৌধুরী, ডা. তানভীর হাবীব তান্না, ডা. রিফাত কামাল রনি, ডা. মিনহাজ উল আলম, ডা. আবেদ বিল্লাহ, ডা. ইয়াছিন আরাফাত, ডা. মোহাম্মদ মইনুদ্দিন, ডা. ওমর ফারুক পারভেজ, ডা. মেহেদী হাসান, ডা. মোহসিনুল আজাদ জায়েদ, ডা. তারেকুল ইসলাম, ডা. আরাফাতুল ইসলাম, ডা. মোহাম্মদ আতিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএলপিজির দাম আরো কমল
পরবর্তী নিবন্ধআওয়ামী নেতা সৈয়দ জামাল আহমদের মৃত্যুবার্ষিকী পালিত