ডা. এ কে এম জালাল উদ্দিন আহমেদের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের একাডেমিক কোঅর্ডিনেটর ডা. এ কে এম আরিফ উদ্দিন আহমেদের পিতা ডা. এ কে এম জালাল উদ্দিন আহমেদ গতকাল বুধবার সকাল ৭টায় খুলশী থানাধীন লালখান বাজার হাইলেভেল রোড়স্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। রাত সাড়ে আটটায় এশার নামাজের পর লালখানবাজার জামে মসজিদের সামনে তাঁর নামাজে জানাজা শেষে দাফন করা হয়।

ডা. এ কে এম জালাল উদ্দিন আহমেদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিপিবি, জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, রবীন দে সঙ্গীত বিদ্যালয়ের পক্ষ থেকে ডা. চন্দন দাশ এবং অধ্যাপক শীলা দাশগুপ্তা, যুব ইউনিয়ন, জেলা কমিটির সভাপতি মো. শাহআলম এবং সাধারণ সম্পাদক জাবেদ চৌধুরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জেলা সংসদের সভাপতি ইমরান চৌধুরী এবং সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট। উল্লেখ্য, ডা. জালাল চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বিএনএসবি, বিপিএমপিএ, বিএমএ’র আজীবন সদস্য ছিলেন। তিনি লালখানবাজার জামে মসজিদের সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবুল কাশেম
পরবর্তী নিবন্ধমধ্য হারুয়ালছড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংবর্ধনা