ডা. এম এ তাহের খান ছিলেন চিকিৎসা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র

মা ও শিশু হাসপাতালে শোকসভায় বক্তারা

| মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গাইনোকোলজিস্ট প্রফেসর (ডা.) এম এ তাহের খান ও হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য খায়েজ আহমেদ ভূঁইয়ার স্মরণে এক শোক সভা গতকাল হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়।

কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অবস এন্ড গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, গাইনোকোলজিস্ট প্রফেসর (ডাঃ) শাহানারা চৌধুরী। শোক সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী (ডোনার) আজিজ নাজিমউদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডাঃ কামরুন নাহার দস্তগীর, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর (ডাঃ) কামরুন নেসা রুনা, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ ফজল করিম বাবুল, মোঃ হারুন ইউসুফ, এ এস এম জাফর, ঢাকা সমিতির সভাপতি হাবিবুর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ নূরুল হক, ভাইস প্রিন্সিপাল প্রফেসর অসীম কুমার বড়ুয়া, প্রফেসর ওয়াজির আহমেদ, প্রফেসর (ডাঃ) সিরাজুন নুর রোজী, প্রফেসর অনুপম বড়ুয়া, প্রফেসর মোঃ জালাল উদ্দিন, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডাঃ মঈন উদ্দিন মাহমুদ ইলিয়াছ, ডাঃ মাহাদী হাসান, ডক্টর নাদিয়া ইয়াছমিন খান, ডাঃ নাটালী জেসমিন খান, জাফর আহমেদ ভূঁইয়া ও আরিফুল হাসান সৈকত ভূঁইয়া। সভায় বক্তারা বলেন, মরহুম প্রফেসর এম এ তাহের খান ছিলেন একজন কিংবদন্তী চিকিৎসক, বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ও বাংলাদেশের আধুনিক গাইনোকোলজির অন্যতম প্রবক্তা। চিকিৎসক ও শিক্ষক হিসেবে তিনি ছিলেন অতুলনীয়। তিনি ছিলেন শিক্ষকদের শিক্ষক এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিবারের অভিভাবক। বক্তারা আরো বলেন, হাসপাতাল কেন্দ্রিয় জামে মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান খায়েজ আহমেদ ভূঁইয়া ছিলেন একজন অভিজ্ঞ ও জ্ঞানী মানুষ। হাসপাতালের উন্নয়নে উনি ছিলেন একজন নিবেদিত প্রাণ কর্মী। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের জন্য জমি নামমাত্র মূল্যে হস্তান্তর ও রেজিষ্ট্রি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপপরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডাঃ এ কে এম আশরাফুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে কাপাসগোলা কলেজে যুব রেড ক্রিসেন্টের কর্মসূচি