ডা. আব্দুল্লাহিল কাফি

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১২ ডিসেম্বর, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদের পিতা ডা.আব্দুল্লাহিল কাফি (৯২) আর নেই। গতকাল শনিবার ভোররাতে নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজিউন)। তিনি ২ পুত্র, ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদে আসর সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম, এমপি আলহাজ্ব দিদারুল আলম এম পি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধস্বপন কান্তি বড়ুয়া
পরবর্তী নিবন্ধবিজয় মঞ্চে শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা