ডা. আবদুল করিমের সহধর্মিণীর ইন্তেকাল

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় সভাপতি, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির সেক্রেটারি জেনারেল, হজ্বযাত্রী কল্যাণ পরিষদের মহাসচিব অধ্যক্ষ ডা. আবদুল করিমের সহধর্মিনী জোহরা-এ-করিম (৭২) গতকাল বুধবার সকাল ৬টা ১১ মিনিটে নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন বাদ আছর পুরাতন রেলস্টেশন চত্বরে নামাজে জানাযা শেষে মরহুমাকে চৈতন্য গলি কবরস্থানে দাফন করা হয়।
জোহরা-এ-করিমের মৃত্যুতে সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সাবেক মেয়র এম মনজুর আলম, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, হজ্বযাত্রি কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধখেলাঘর প্রেসিডিয়াম সদস্য মোখলেসুর রহমানের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধতিন উপজাতীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল সেনাবাাহিনী