ডা. আফছারুল আমীন স্মৃতি ব্যডিমিন্টন টুর্নামেন্টের ফলাফল

| শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি (হাফুস) আয়োজিত প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ডা. আফছারুল আমীন স্মৃতি লিভোইউনিফাইন ব্যাডমিন্টন টুর্নামেন্টের ২য় রাউন্ড শেষে ৮টি দল কোয়ার্টার ফাইনালে উঠেছে। এই ৮টি দল ও খেলোয়াড়রা হলেন: এজিইএস (সোয়াদ, লিফটন), বাকলিয়া স্পোর্টিং (নাঈম, মিজান), আগরাজ অটো সবুজ, (জুমার, ইন্দোনেশিয়ান খেলোয়ার টনি), আগরাজ অটো নীল, (ওহীদুল, ইন্দোনিশিয়ান খেলোয়াড় জীবরান), এসটিএস ১ (রাকীব, শামীম), এসটিএস ২ (আরিফ, রিয়াজ), দ্বীপ বাইকিং ইউএসএ, (তানভীর, গৌরব), পতেঙ্গা নবারুন সঙ্গ (দিপু, রাফসান)। আজ থেকে কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধহরিহর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৬ ক্রিকেটের ফাইনাল আজ