চট্টগ্রাম–১০ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ডা. মো. আফছারুল আমীন স্মরণে পাহাড়তলী ও হালিশহর থানাধীন সনাতনী সমাজের উদ্যোগে সম্প্রতি বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আহ্বায়ক সুনীল বরণ দাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। সঞ্চালনায় ছিলেন অশোক দাশ, রিপন চৌধুরী ও সুজন সর্ববিদ্যা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য সমর কান্তি দাশ ও শোক প্রস্তাব পাঠ করেন সুজিত দাশ। এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম–১০ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চু, দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর অধ্যাপক ইসমাইল, কাউন্সিলর মো. ইলিয়াস, মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি, মোরশেদুল আমিন, ওহেদুল আমীন, এরশাদুল আমীন, ডা. মো. আরিফুল আমিন, ডা. মাহিদ বিন আমীন, সুকান্ত দও, নিধু চন্দ্র শীল, সুমন দেবনাথ, মো. নুরুল আবছার, সাবেক কাউন্সিলর মোরশেদ আক্তার চৌধুরী, দেবাশীষ চৌধুরী, বাবুল কান্তি নাথ, ডা. বিজন কান্তি নাথ, ডা. সুমন তালুকদার, নারায়ণ মজুমদার, সমীরণ দাশ, শেখ আব্দুল মান্নান, সুমন মজুমদার, মাস্টার টিটু কান্তি চৌধুরী, স্বরূপ বড়ুয়া জয়, পংকজ মহাজন, মাস্টার অজ্ঞন মহাজন, মিনু রাণী দেবী প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদানন্দ ভট্টাচার্য্য, বাবুল দেবনাথ, অলক নাথ চৌধুরী, অলক কুমার দাশ, অনিল কান্তি নাথ। স্মরণ সভায় প্রধান অতিথি ড. অনুপম সেন বলেন, রাজনীতির পাশাপাশি ডা. মো. আফছারুল আমীন বিভিন্ন উন্নয়ন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। সাবেক মন্ত্রী মো. আফছারুল আমীনের মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং নিবেদিত প্রাণ সমাজসেবককে হারালো। ডা. আফছারুল আমীনের সৎকর্ম অনুসরণ করলেই নতুন প্রজন্ম লাভবান হবে। প্রেস বিজ্ঞপ্তি।